সংঘর্ষে গুলিবিদ্ধ শিক্ষার্থী ইমন ঢাকা মেডিকেলে মারা গেছেন

লাশপ্রতীকী ছবি

কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও পরে সরকার পতনের আন্দোলনকে ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ মো. ইমন (২১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন ইমন। আজ সকাল পৌনে আটটায় তিনি মারা যান।

ইমনের পরিচিত আরেক শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, ৪ আগস্ট দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় বিক্ষোভ চলাকালে  পুলিশের গুলি ইমনের পেটে লাগে। তাঁকে প্রথমে উত্তরার লেক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ৬ আগস্ট ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ইমনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ইমনের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জগৎপুরা গ্রামে। তিন ভাই ও এক বোনের মধ্যে ইমন বড় ছিলেন। তিনি টাঙ্গাইলে এম এ আলী কলেজে স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন।