ওসমান হাদি হত্যার বিচার, ভারতীয়দের কাজের অনুমতি বাতিলসহ চার দফা ঘোষণা ইনকিলাব মঞ্চের

শাহবাগ মোড় অবরোধ করে স্লোগান দেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। রোববার দুপুরেছবি: প্রথম আলো

আগামী ২৪ দিনের মধ্যে শহীদ ওসমান হাদির খুনি, পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের গ্রেপ্তার করে বিচার, বাংলাদেশে কাজ করা ভারতীয়দের কাজের অনুমতি বাতিলসহ চার দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

রোববার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর শাহবাগে সর্বাত্মক অবরোধ কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এই ঘোষণা দেন। এ ঘোষণা দিয়ে তাঁরা এদিনের মতো অবরোধ শেষ করেন। একই সঙ্গে সোমবার বেলা দুইটায় সারা দেশের মানুষকে শাহবাগে অবস্থান নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

আবদুল্লাহ আল জাবের বলেন, ‘শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার এবং বাংলাদেশের স্বাধীনতা–সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য ইনসাফের লড়াই প্রতিষ্ঠা করতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে চার দফা ঘোষণা করছি।’

আগামী ২৪ দিনের মধ্যে ওসমান হাদির খুনি, পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের গ্রেপ্তার করে বিচার, বাংলাদেশে কাজ করা ভারতীয়দের কাজের অনুমতি বাতিলসহ চার দফা ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ
ছবি: ইনকিলাব মঞ্চের সৌজন্যে

ইনকিলাব মঞ্চের চার দফা দাবি হলো, যে বা যারা হাদিকে খুন করেছে, খুনের পরিকল্পনা করেছে, সহায়তা করেছে, তাদেরকে গ্রেপ্তার করে আগামী ২৪ দিনের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। বাংলাদেশে যেসব ভারতীয় কাজ করেন, দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে তাঁদের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। খুনি হাসিনা এবং যারা বাংলাদেশে ১৭ বছর গুম–খুন করে মানুষের জীবনকে জাহান্নাম বানিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছে, তাদেরকে যদি ফেরত দেওয়া না হয়, তাহলে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করতে হবে এবং বাংলাদেশে সব গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ঘটনা নিয়ে একেকজন একেক রকম বক্তব্য দিচ্ছে, জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে, সরকারের কাছে অনুরোধ, এদের চিহ্নিত করে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে সিভিল, মিলিটারি, ইন্টেলিজেন্সের মধ্যে থাকা আওয়ামী লীগের দোসরদের বিচারের মুখোমুখি করতে হবে।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, ‘এই চার দফা দাবির মধ্যে আগামী ২৪ কার্যদিবসের মধ্যে শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করে বিচার সম্পন্ন করা আমাদের প্রধান দাবি। বাকি তিন দাবিও এই অন্তবর্তী সরকারের সময়েই নিশ্চিত করতে হবে।’

সারা দেশের বিভাগীয় শহরে চলমান অবরোধ কর্মসূচি রাত ১০টা থেকে প্রত্যাহারের আহ্বান জানান আবদুল্লাহ আল জাবের। পরবর্তী কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, ‘আগামীকাল দুপুর দুইটায় দেশের সব বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও স্বাধীনতাকামী জনগণকে ঢাকার শাহবাগে অবস্থান গ্রহণ করতে অনুরোধ করছি। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে। লড়াই কঠোর থেকে কঠোরতর হবে।’

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গত শুক্রবার দুপুর থেকে শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। শনিবার রাতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আন্দোলন ছড়িয়ে দিতে বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধের ঘোষণা দেন।

এ ঘোষণা অনুযায়ী রোববার বেলা দুইটা থেকে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করা হয়। এতে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার গাড়িগুলোকে চলাচল করতে দেওয়া হয়। টানা কর্মসূচির তৃতীয় দিনে সাউথইস্ট, উত্তরা, বিজিএমইএ, বিইউএফটিসহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগের এই অবরোধে অংশ নেন। এ ছাড়া এদিন রাজধানীর উত্তরার বিএনএস টাওয়ারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।