ভারতকে আ.লীগের কার্যালয় বন্ধের অনুরোধ
ভারতের দিল্লি ও কলকাতায় বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দলটির নেতারা ভারতে ক্রমবর্ধমান বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা এ বিষয়ে অবগত নয়। তারা বাংলাদেশে দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একাধিক মামলায় পলাতক হয়ে আওয়ামী লীগের অনেক জ্যেষ্ঠ নেতা ভারতে অবস্থান করছেন।