‘স্মার্ট বাংলাদেশ দিবস’ ১২ ডিসেম্বর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। ঢাকা, ৭ আগস্ট
ছবি: পিআইডি

সরকার ১২ ডিসেম্বরকে ডিজিটাল বাংলাদেশ দিবসের পরিবর্তে ‘স্মার্ট বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ পালন করে থাকি। কিন্তু ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশের ধারণা থেকে আমরা স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা শুরু করেছি। সেই প্রেক্ষাপট সামনে রেখে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ থেকে প্রস্তাব করা হয়, ১২ ডিসেম্বর যে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করেছি, সেই নাম পরিবর্তন করে একই তারিখে স্মার্ট বাংলাদেশ দিবস উদ্‌যাপন করব। মন্ত্রিসভা সেটি অনুমোদন দিয়েছে।’

এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ অ্যালাইড হেলথ শিক্ষা বোর্ড আইন, ২০২৩, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন (সংশোধন), ২০২৩ এবং প্রত্নসম্পদ আইন, ২০২৩–এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।