বিদেশে গমনেচ্ছু কর্মীদের বিনামূল্যে সেবা দেবে ওইপি
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এবং আইএলও ও সুইজারল্যান্ড সরকারের যৌথ সহায়তায় 'ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি)’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু হয়েছে। এটি কর্মীদের বিনা খরচে বিদেশে চাকরির আবেদন, বিএমইটি নিবন্ধন ও ছাড়পত্র পেতে সাহায্য করবে। এই প্ল্যাটফর্মে রিক্রুটিং এজেন্সি, বিএমইটি, টিটিসি, বিদেশি নিয়োগকর্তা, ইমিগ্রেশন কর্তৃপক্ষ যুক্ত থাকবে।