মসজিদে যা মানা দরকার

বরিশালের কড়াপুর ইউনিয়নের মিয়াবাড়ি মসজিদ
ফাইল ছবি

মসজিদ আল্লাহর ঘর। তাই সতর্কতার সঙ্গে মসজিদের আদবকেতা মানা দরকার। অন্য যে কাজই আমরা সেখানে করি, তা শর্তসাপেক্ষে করতে হয়। এ ক্ষেত্রে মসজিদের যেসব শিষ্টাচার মেনে চলতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি তুলে ধরা হলো:

মসজিদে দুর্গন্ধমুক্ত হয়ে যাওয়া। এ ক্ষেত্রে নিজ ঘর থেকে অজু করে যাওয়া ভালো

● পরিষ্কার–পরিচ্ছন্ন হয়ে ভালো পোশাকে মসজিদে যাওয়া (সুরা আরাফ: ৩১)

● দোয়া পড়ে ঘর থেকে বের হওয়া, পথে যেতে যেতেও দোয়া পড়া (আবু দাউদ: ৫০৯৫)

● ধীরস্থিরভাবে চলাচল করা, তাড়াহুড়ো বা দৌড়াদৌড়ি না করা (বুখারি: ৬৩৬)

● ডান পা আগে দিয়ে মসজিদে প্রবেশ করা এবং বের হওয়ার সময় বাঁ পা আগে দেওয়া (মুসলিম)

● মসজিদে ঢুকেই দুই রাকাত তাহিয়্যাতুল মসজিদ নামাজ আদায় করা (বুখারি)

● জায়গা খালি থাকলে সামনের কাতারে বসা (বুখারি: ৬১৫)

● কিবলামুখী হয়ে বসা ও পবিত্র কোরআন তিলাওয়াত করতে থাকা (তাবরানি)

● জামাত দাঁড়িয়ে গেলে আর কোনো সুন্নত নামাজের নিয়ত না করা (মুসলিম)

● উচ্চ স্বরে কথা না বলা। মসজিদকে আবর্জনামুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা

বজরা শাহী মসজিদ
ছবি: সৈয়দ জাকির হোসেন

● অবুঝ শিশুদের মসজিদে না নিয়ে আসা ভালো

● মসজিদকে নামাজ, জিকির ও পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সজীব রাখা। অন্য কোনো কাজ সেখানে না করা

উল্লেখযোগ্য কারণ ছাড়া মসজিদকে চলাচলের রাস্তা না বানানো উত্তম।

ধর্ম ডেস্ক