শোকের আবহে গণিত অলিম্পিয়াডের জাতীয় পর্ব শুরু

জাতীয় পর্বের উদ্বোধন হয় আজ শুক্রবার সকালে। সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, মোহাম্মদপুর, ১ মার্চ ঢাকাছবি : তানভীর আহাম্মেদ

একাধিক বাছাইপর্ব পেরিয়ে দেশের সেরা খুদে গণিতবিদেরা জড়ো হয়েছিল রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে। তবে বেইলি রোডের মর্মান্তিক দুর্ঘটনায় আবহ ছিল শোকের। এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় গণিত অলিম্পিয়াডের জাতীয় পর্ব। পরীক্ষা, ফলাফল ও প্রতিযোগিতা ছাড়া অনুষ্ঠানের বাকি আয়োজন সীমিত করেছে আয়োজক কর্তৃপক্ষ।

দুই দিনব্যাপী এই জাতীয় পর্ব শুরু হয়েছে আজ শুক্রবার। আঞ্চলিক পর্বে বিজয়ী ১ হাজার ৩৫০ শিক্ষার্থী অংশ নিচ্ছে এই আয়োজনে। ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান সামনে রেখে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এ আয়োজন করেছে।

উদ্বোধনের আগে আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা নির্ধারিত টি-শার্ট পরে প্রাঙ্গণে প্রবেশ করে। সকাল আটটা থেকে শিক্ষার্থীরা নিজ অঞ্চলের বুথে নাম নিবন্ধন করে সংগ্রহ করে এ আয়োজনের পরিচয়পত্র এবং মাথায় বাঁধার জন্য লাল-সবুজের ব্যান্ডানা। উদ্বোধনী মঞ্চের সামনে সারি দিয়ে শিক্ষার্থীরা দাঁড়ায়।

উদ্বোধনী পর্বের শুরুতেই বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, ‘গতকালের মর্মান্তিক দুর্ঘটনায় (বেইলি রোডে আগুন) আমরা শোকাহত। তাই যেসব আয়োজন করতেই হবে, শুধু সেগুলোই করা হবে।’

সকাল নয়টায় উদ্বোধনী পর্বে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। জাতীয় পতাকা উত্তোলন করেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও প্যারেরা। জাতীয় পতাকা উত্তোলনের পর বেইলি রোডের আগুনে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড কমিটির পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এহতেশামুল হক খান।

উদ্বোধন ঘোষণা করেন অধ্যক্ষ ব্রাদার লিও প্যারেরা। তিনি বলেন, ‘সারা দেশ থেকে এখানে যারা এসেছ, তারা সবাই বিজয়ী। জীবনের সব ক্ষেত্রে এই বিজয় ধরে রাখতে হবে।’

জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, মোহাম্মদপুর, ১ মার্চ ঢাকা
ছবি: তানভীর আহাম্মেদ

গণিতের ভীতি জয়ের স্বপ্ন সফল

শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘মস্তিষ্কের কারণেই মানুষ সৃষ্টির সেরা জীব। মস্তিষ্কের সামর্থ্য বাড়াতে অনুশীলন প্রয়োজন। চিন্তা করা, সমস্যা সমাধান করার মধ্য দিয়ে এই অনুশীলন করতে হবে। তোমাদের হাত ধরেই বাংলাদেশ সমৃদ্ধ হবে। আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণপদকের সংখ্যা বাড়াতে হবে।’

ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এহতেশামুল হক খান বলেন, ‘এবার প্রতিযোগিতায় অংশ নিতে ৭১ হাজার শিক্ষার্থী নিবন্ধন করে। এতে বোঝা যায়, গণিতের ভীতি জয়ের আন্দোলন একটা মাত্রা পেয়েছে। গণিতের ভীতি জয় করে স্বপ্ন দেখার যাত্রা অনেকটাই সফল।’

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘প্রতিবছর এই দিনের সকালের জন্য আমরা অপেক্ষা করি। এই দিনটি সব সময় আমাদের জন্য গর্বের, আনন্দের, সাহসের। কিন্তু আজ বেইলি রোডের মর্মান্তিক দুর্ঘটনায় দুঃখ, শোকের দিন।’

মতিউর রহমান আরও বলেন, ‘বাংলাদেশের যা কিছু ভালো, তার সঙ্গে থাকতে চায় প্রথম আলো। সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমাদের একটাই লক্ষ্য, গণিতসহ সব বিষয়ে বাংলাদেশের জয় দেখতে চাই। তোমাদের হাত ধরেই আন্তর্জাতিক অলিম্পিয়াডে আরও স্বর্ণপদক আসবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ইলিয়াস উদ্দীন বিশ্বাস, বুয়েটের গণিত বিভাগের অধ্যাপক আবদুল হাকিম খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সালমা পারভীন, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়য়ের গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক প্রশিক্ষক রাজিয়া বেগম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন, বুয়েটের সহকারী অধ্যাপক রিজওয়ানা রিয়াজ, ইউরোপিয়ান ইউনিভার্সিটির ব্যবসায় অনুষদের ডিন ফারজানা আলম, সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহ পাটোয়ারী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সকাল রায়, টালি খাতার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদাত উল্লাহ্‌ খান।

জাতীয় পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, মোহাম্মদপুর, ১ মার্চ ঢাকা
ছবি : তানভীর আহাম্মেদ

চলছে পরীক্ষা পর্ব

উদ্বোধনী পর্বের পর ৯টা ৪৫ মিনিটে শুরু হয়েছে গণিত অলিম্পিয়াডের পরীক্ষা পর্ব। প্রাইমারি ক্যাটাগরির পরীক্ষা চলবে দুই ঘণ্টা, জুনিয়র ক্যাটাগরির পরীক্ষা তিন ঘণ্টা এবং সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির পরীক্ষা সাড়ে তিন ঘণ্টা।
পরীক্ষা শেষে খুদে গণিতবিদেরা আবারও মাঠে জড়ো হলে সুডোকু প্রতিযোগিতা, রুবিকস কিউব প্রতিযোগিতা হবে।

এবার সারা দেশ থেকে অনলাইনে গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য প্রায় ৭১ হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছে। নিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে প্রথমে ‘অনলাইন বাছাই অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়। বাছাই অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে দেশের ১৮টি শহরে ‘আঞ্চলিক গণিত উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। ১৮টি আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ী ১ হাজার ৩৫০ জনকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় গণিত উৎসব। এবার আয়োজনের মধ্য দিয়ে চলতি বছরের জুলাই মাসে ইংল্যান্ডের বাথ শহরে অনুষ্ঠেয় ৬৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ দল নির্বাচন করা হবে।

গণিত অলিম্পিয়াড অনুষ্ঠানস্থলে প্রথমা প্রকাশন, কিশোর আলো, বিজ্ঞানচিন্তা, তাম্রলিপি, তৌফিক প্রকাশন, দ্বিমিক, ল্যাববাংলা, আদর্শ, স্বপ্ন ’৭১, ম্যাসল্যাব, মনেরবন্ধু, রকমারিডটকম, অন্যরকম বিজ্ঞানবাক্স, বাংলার ম্যাথ, ঠান্ডাগরম, সেভয় আইসক্রিম ও যোসেফাইট ম্যাথ ক্লাবের স্টল রয়েছে। উৎসবে প্রাথমিক চিকিৎসা সহায়তা দিচ্ছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল লিমিটেড।