শুভ সকাল। আজ ২৯ জুলাই, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
সম্প্রতি চাঁদাবাজির দায়ে রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়ক আটকের সংবাদ পড়ে ‘বেদনায় নীল হয়ে’ গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর এ অনুভূতির কথা তিনি বলেছেন গতকাল রাজধানীর এক অনুষ্ঠানে। বিস্তারিত পড়ুন...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে থাকাটা তাঁর জীবনের একটা ‘ট্র্যাজিক’ ঘটনা ছিল বলে মন্তব্য করেছেন প্ল্যাটফর্মটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। গত রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এ কথা বলেন উমামা ফাতেমা। ২ ঘণ্টা ২৪ মিনিটের ওই লাইভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া থেকে শুরু করে বের হয়ে যাওয়া পর্যন্ত নানা ঘটনা ও তথ্য তুলে ধরেন তিনি। বিস্তারিত পড়ুন...
ঢাকায় পরবর্তী দুটি মেট্রোরেল প্রকল্পের ব্যয় নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। এখন পর্যন্ত ঠিকাদারের কাছ থেকে যে দর প্রস্তাব পাওয়া গেছে, তাতে মোট নির্মাণব্যয় দাঁড়াতে পারে দুই লাখ কোটি টাকা, যা সরকারের প্রাক্কলনের দ্বিগুণের বেশি। সরকার ব্যয় ধরেছিল প্রায় ৯৪ হাজার কোটি টাকা। বিস্তারিত পড়ুন...
কুকুরে কাছে হাড্ডি যেমন চির আকাঙ্ক্ষিত, আমদানি শুল্ক বা ট্যারিফও তেমনি ডোনাল্ড ট্রাম্পের কাছে। আর তিনি এখন তাঁর শুল্ক আক্রমণের জন্য নতুন তালিকা প্রস্তুত করছেন, যেখানে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররা যেমন আছে, তেমনি আছে বিশ্বের সবচেয়ে গরিব কিছু দেশ। আগামী ১ আগস্ট থেকে নতুন হারের আমদানি শুল্ক এসব দেশ থেকে পণ্য আমদানির জন্য প্রযোজ্য হবে। বিস্তারিত পড়ুন...
ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গতকাল রাতে মিরপুর ১ নম্বরে ঘটনাটি ঘটে। পরে মিরপুর মডেল থানায় রাতেই অভিযোগ করা হয়।
বিস্তারিত পড়ুন...