চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দেওয়ার দাবি ছাত্রদলের
অবরোধের সমর্থনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ফটকে তালা দেওয়ার দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ছাত্রসংগঠনটির নেতা-কর্মীদের দাবি, গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে তালা দেওয়া হয়, তবে আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে সরেজমিন প্রশাসনিক ভবনের ফটকে কোনো তালা পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল রাত তিনটার দিকে প্রশাসনিক ভবনে তালা দেন ছাত্রদলের কিছু নেতা-কর্মী। পরে ভোরের দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন প্রথম আলোকে বলেন, অবরোধ কর্মসূচির অংশ হিসেবে তাঁরা প্রশাসনিক ভবনে তালা দিয়েছিলেন। মানুষের ভোটাধিকার ফিরিয়ে এনে দেশ বাঁচানোর সংগ্রাম তাঁরা চালিয়ে যাবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার বলেন, কারা তালা দিয়েছে, তা তিনি জানেন না। ছবি তোলার পর হয়তো তালা খুলে নেওয়া হয়েছিল। বিষয়টি তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা চতুর্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন আজ। গতকাল অবরোধের প্রথম দিনে সারা দেশে অন্তত পাঁচ বাসে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকায় তিনটি বাসে আগুন দেওয়া হয়।