গাজীপুরে দগ্ধ আরেকজনের মৃত্যু

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আইসিইউফাইল ছবি

গাজীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ পারভীন আক্তার (৩৫) নামের আরেকজন মারা গেছেন।

আজ রোববার ভোরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পারভীন। এ নিয়ে এই ঘটনায় চারজনের মৃত্যু হলো।

আরও পড়ুন

পারভীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, পারভীনের শরীরের ৩২ শতাংশ পুড়ে গিয়েছিল।

গত রোববার রাতে গাজীপুরের মোগরখাল এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হন পারভীন (৩৫), তাসলিমা (৩০), সীমা (৩০), তানজিলা (১০) ও ১ বছর বয়সী আইয়ান। সেদিন রাতেই তাঁদের ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে তানজিলা বেঁচে আছে। সে চিকিৎসাধীন।