চট্টগ্রামে ঝড়: কলকাতা থেকে আসা ফ্লাইটের কক্সবাজারে গিয়ে জরুরি অবতরণ

আজ সোমবার দুপুরে চট্টগ্রাম নগরে এভাবে অন্ধকার করে বৃষ্টি আসে, সঙ্গে বয়ে যায় ঝোড়ো হাওয়া। চট্টগ্রাম নগরের নন্দনকান এলাকায়ছবি: সৌরভ দাশ

চট্টগ্রামে ঝোড়ো হাওয়ার কারণে নামতে পারেনি কলকাতা থেকে আসা ইউএস–বাংলার একটি উড়োজাহাজ। ৪৫ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি আজ সোমবার বিকেলে কক্সবাজার বিমানবন্দরে গিয়ে জরুরি অবতরণ করে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর সন্ধ্যার দিকে উড়োজাহাজটি আবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।

কক্সবাজার বিমানবন্দর সূত্র জানায়, কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা ইউএস–বাংলার উড়োজাহাজটি বেলা ২টা ২৫ মিনিটে চট্টগ্রামে অবতরণ করার কথা ছিল। কিন্তু এ সময় চট্টগ্রামের আবহাওয়া খারাপ থাকায় উড়োজাহাজটি ৪৫ জন যাত্রী নিয়ে কক্সবাজারে চলে আসে।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা প্রথম আলোকে বলেন, কক্সবাজারে অবতরণের পর যাত্রীরা বিমানবন্দরের টার্মিনালে অবস্থান করেন। উড়োজাহাজের ৪৫ জন যাত্রীর মধ্যে কয়েকজন বিদেশি ছিলেন।

আজ বেলা আড়াইটার দিকে চট্টগ্রামে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া শুরু হয়। ঝোড়ো হাওয়ার কারণে নগরের বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে, বিদ্যুতের ট্রান্সফরমারসহ খুঁটি ভেঙে পড়ে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ প্রথম আলোকে বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইউএস–বাংলার উড়োজাহাজটি চট্টগ্রামে অবতরণ করেছে।

আরও পড়ুন