নতুন বছরের শুরুতে ‘জুলাই জাগরণ’ নামে গণ–অভ্যুত্থান নিয়ে এক ভিন্ন ধরনের বিপুল পরিসরের প্রদর্শনী শুরু হচ্ছে আজ প্রথম আলোর আয়োজনে। আজ ২৪ জানুয়ারি বিকেল চারটায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ ও ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। এই প্রদর্শনী কিউরেট করেছেন শিল্পী আনিসুজ্জামান সোহেল।
উদ্বোধনী অনুষ্ঠান ও প্রদর্শনী সবার জন্য খোলা। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
প্রদর্শনীতে যা থাকবে: জুলাই গণ-অভ্যুত্থান ও অভ্যুত্থানকালে প্রথম আলোর সাংবাদিকতাকে প্রধান উপজীব্য করে তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে। দর্শকেরা এখানে দেখতে পাবেন প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিকদের তোলা বাছাই করা ছবি। ছাপা পত্রিকা ও অনলাইনের আলোচিত সংবাদ, অনুসন্ধানী ভিডিও প্রতিবেদন, শিল্পকলা, এ বিষয়ে প্রথম আলোর ক্রোড়পত্রসহ বিভিন্ন প্রামাণ্য উপকরণ।
একটি নির্দিষ্ট কক্ষে থাকবে অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ, মাহমুদুর রহমান সৈকত, নাঈমা সুলতানা, শফিক উদ্দিন আহম্মেদ আহনাফ ও শিশু জাবির ইব্রাহীমের ব্যবহৃত পোশাক, বইপত্র, ক্রীড়াসামগ্রীসহ বিভিন্ন নিদর্শন।
আরও থাকবে অভ্যুত্থান দমনে বিভিন্ন সরকারি বাহিনীর ব্যবহৃত প্রাণঘাতী বুলেটের খোসা, ছররা গুলি, গ্রেনেডের পিন, কাঁদানে গ্যাসের সেলসহ অনেক রকম সামগ্রী।
শহীদ আবু সাঈদের বীরত্বব্যঞ্জক দেহভঙ্গি নিয়ে শিল্পী শহীদ কবীর যে শিল্পকর্ম করেছেন, সেই শিল্প সৃষ্টির একটি ভিডিও চিত্রও থাকবে প্রদর্শনীতে।থাকবে অভ্যুত্থান নিয়ে বইয়ের প্রকাশনা।
অনুষ্ঠানমালা: প্রদর্শনী উপলক্ষে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এসব অনুষ্ঠান শুরু হবে বিকেল চারটা থেকে। এর মধ্যে ২৬ জানুয়ারি থাকবে গণ-অভ্যুত্থান নিয়ে ৪টি বইয়ের প্রকাশনা ও আলোচনা। অতিথি থাকবেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
শহীদ পরিবারের সদস্যদের শ্রদ্ধা জ্ঞাপন ও আলোচনা অনুষ্ঠান হবে ২৭ জানুয়ারি।
৫ আগস্টসাভারের হত্যাকাণ্ড নিয়ে নির্মিত বিশেষ ভিডিও উদ্বোধন করা হবে ২৯ জানুয়ারি। অতিথি থাকবেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ ও ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। সমাপনী আয়োজন ৩১ জানুয়ারি থাকবে আহমেদ হাসান সানি ও কাকতালের গান।