নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে: আইজিপি

চৌধুরী আবদুল্লাহ আল-মামুনছবি: পুলিশের সৌজন্যে

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ ব্লাড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি। তিনি বলেন, ‘এর আগে আমরা সফলভাবে অনেক নির্বাচন সম্পন্ন করেছি। আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের প্রস্তুতি রয়েছে।’

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘নির্বাচন উপলক্ষে যেসব ব্যবস্থা নেওয়া দরকার, সেসব প্রশিক্ষণ, লজিস্টিকস ও ইকুইপমেন্ট আমাদের আছে। আমরা সব জনবল নিয়ে প্রস্তুত আছি। ইতিমধ্যে আমরা নির্বাচন–পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন–পরবর্তী বিশেষ পরিকল্পনা নিয়েছি। তফসিল ঘোষণার পর আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। নির্বাচন কমিশন থেকে আমাদের যেসব দায়িত্ব দেওয়া হচ্ছে, আমরা পালন করছি।’

নির্বাচন কমিশন থেকে সন্ত্রাসী ও অস্ত্রধারীদের তালিকা এখনো পাওয়া যায়নি জানিয়ে পুলিশ প্রধান বলেন, তবে তাদের গ্রেপ্তারের নির্দেশনা পাওয়া গেছে। সন্ত্রাসী-অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান সব সময়ই চলে, এখনো চলছে। প্রতিদিনই তাদের গ্রেপ্তার করা হচ্ছে।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আজীবন রক্তদাতা হিসেবে অনুভূতি ব্যক্ত করেন ডিএমপির অতিরিক্ত উপকমিশনার কাজী মাকসুদা লিমা এবং পুলিশ ব্লাড ব্যাংকে ৩৮ বার রক্ত দেওয়া রাজারবাগ পুলিশ টেলিকমের অফিস সহকারী নুরুল ইসলাম।

পুলিশ ব্লাড ব্যাংক করোনা মহামারির সময় ৫ হাজার ১০০ ব্যাগ প্লাজমা দিয়েছে, যা অনন্য রেকর্ড। এই ব্লাড ব্যাংক থেকে এখন পর্যন্ত ৭০ হাজার ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। পুলিশ ব্লাড ব্যাংকে ১ হাজার ৩০০ পুলিশ সদস্য নিয়মিত রক্তদাতা হিসেবে নিবন্ধিত রয়েছেন।