আনোয়ারুলের হত্যাকারীদের চিহ্নিত করার কাছাকাছি পৌঁছেছি, শুধু ঘোষণার বাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে (আনার) যাঁরা হত্যা করেছে, তাদের চিহ্নিত করার প্রায় কাছাকাছি এসে গেছেন। শুধু ঘোষণার বাকি। ঘোষণাটি দেওয়া হবে দুই দেশের গোয়েন্দারা সম্পূর্ণ একমত হতে পারলে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আরও পড়ুন

আসাদুজ্জামান খান বলেন, ‘এখন পর্যন্ত নতুন কিছু আমাদের কাছে আসেনি। আমাদের পুলিশ, গোয়েন্দা সংস্থা, ভারতের গোয়েন্দা সংস্থা ও পুলিশ—দুই দেশ থেকেই আমরা কাজ করছি; যাতে আরও কিছু তথ্য বেরিয়ে আসে। আমরা নিশ্চিত হয়েছি, তাঁকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে, তাদের মুখ থেকে আমরা এগুলো শুনেছি।’

এখনো আনোয়ারুল আজীমের মরদেহ উদ্ধার হয়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঘটনার বিষয়ে নতুন অগ্রগতি সম্পর্কে জানানো যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ‘কারণ, আরও কিছু বিষয়ের সন্ধান আমরা এখনো পাইনি। শুধু এটুকু বলতে পারি, প্রায় সবকিছু চিহ্নিত হয়েছে, যারা হত্যা করেছে, তাদের চিহ্নিত করার প্রায় কাছাকাছি এসে গিয়েছি। শুধু ঘোষণার বাকি। ঘোষণাটি দেব দুই দেশের গোয়েন্দারা সম্পূর্ণ একমত হতে পারলে।’

আরও পড়ুন

সংসদ সদস্যের মরদেহ উদ্ধারে এখনো কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আনোয়ারুল আজীম ১২ মে পশ্চিমবঙ্গের কলকাতায় গিয়ে এক পরিচিতজনের বাসায় ওঠেন। পরদিন ওই বাসা থেকে বেরোনোর পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল জানান, আনোয়ারুল আজীম কলকাতায় খুন হয়েছেন। বাংলাদেশিরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

আরও পড়ুন

এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে বাংলাদেশে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে মো. আক্তারুজ্জামান ওরফে শাহিন নামের এক ব্যক্তির নাম এসেছে। কলকাতার নিউ টাউনে যে ফ্ল্যাটে সংসদ সদস্যকে হত্যা করা হয়, সেটি এই আক্তারুজ্জামানের ভাড়া করা। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মেয়র মো. সহিদুজ্জামানের ছোট ভাই।