দেশের প্রথম স্কিনকেয়ার ইনফ্লুয়েন্সার খুঁজতে রিয়েলিটি শো ‘পন্ডস্ স্কিনফ্লুয়েন্সার’

১৮৪৬ সাল থেকে পন্ডস্ স্কিনকেয়ার এক্সপার্ট হিসেবে বিশ্বব্যাপী গ্রাহকদের কাছে জনপ্রিয় ও আস্থার প্রতীক। সময়ের সঙ্গে সঙ্গে পন্ডস্ চেষ্টা করেছে স্কিনের প্রয়োজন অনুযায়ী নতুন নতুন পণ্য তৈরি করতে। আর তাই এত বছর পরও স্কিনকেয়ার ব্র্যান্ড হিসেবে গ্রাহকদের পছন্দের তালিকায় শীর্ষে ‘পন্ডস্’!

স্কিনকেয়ারের এক্সপার্ট ব্র্যান্ড হিসেবে পরিচিত পন্ডস্ বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে স্কিনকেয়ার নিয়ে প্যাশনেট ইনফ্লুয়েন্সার খুঁজে বের করার প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘পন্ডস্ স্কিনফ্লুয়েন্সার’। ইতিমধ্যে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। অনলাইনে ওয়েবসাইটে গেলেই রেজিস্ট্রেশন করা যাবে। এ ছাড়া ‘পন্ডস্’-এর রেজিস্ট্রেশন বুথ থাকবে বিভিন্ন ক্যাম্পাস ও শহরের নির্দিষ্ট কিছু জায়গায়। চাইলে সেখান থেকেও রেজিস্ট্রেশন করা যাবে।

জমকালো লাইফস্টাইল, আকর্ষণীয় সম্মানী, আকাশচুম্বী জনপ্রিয়তা—সবকিছু মিলিয়ে বর্তমান প্রজন্মের কাছে ইনফ্লুয়েন্সারদের জীবন অনেকটা স্বপ্নের মতো। তাই ক্যারিয়ার হিসেবে এখন ইনফ্লুয়েন্সার হওয়াকে বেছে নিচ্ছেন অনেকেই। অন্যদিকে ইচ্ছা থাকলেও সঠিক প্ল্যাটফর্মের অভাবে কিংবা সংকোচের কারণে তা স্বপ্নই থেকে যাচ্ছে। স্কিনকেয়ার নিয়ে আগ্রহী এবং ইনফ্লুয়েন্সার হতে ইচ্ছুক ব্যক্তিদের একটি প্ল্যাটফর্ম দেওয়ার জন্যই মূলত ‘পন্ডস্’-এর এ উদ্যোগ।

উদ্যোগটি নিয়ে ইউনিলিভার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ও বিজনেস ইউনিট হেড জাহীন সাজিদুল ইসলাম বলেন, ‘ইউনিলিভার সব সময়ই তরুণদের জন্য নতুন নতুন যুগোপযোগী প্ল্যাটফর্ম তৈরি করে। সে জায়গা থেকে স্কিনকেয়ার নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো এমন একটি প্ল্যাটফর্মের সূচনা করতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, বর্তমানে ত্বকের যত্ন নেওয়া এবং নিজেকে সুন্দরভাবে সব সময় উপস্থাপন করা তরুণদের লাইফস্টাইলের একটি অবিচ্ছেদ্য অংশ। আর এখানে ইনফ্লুয়েন্সারদের ভূমিকাও অনেক গুরুত্বপূর্ণ।’

জাহীন সাজিদুল ইসলাম আরও বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সবকিছুই অনলাইনভিত্তিক হয়ে যাচ্ছে। ফলে বাড়ছে ইনফ্লুয়েন্সারদের প্রয়োজনীয়তাও। এটি এখন শুধুই শখের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং আর দশটা পেশার মতোই। তাই আমরা চাই স্কিনকেয়ার নিয়ে আগ্রহী এমন একজনকে খুঁজে পেতে, যে হবে দেশের প্রথম “স্কিনকেয়ার ইনফ্লুয়েন্সার”।’

‘পন্ডস্ স্কিনফ্লুয়েন্সার’ নিয়ে আলোচনা হচ্ছে দেশের ইনফ্লুয়েন্সারদের মধ্যেও। জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদির এই প্ল্যাটফর্ম নিয়ে বলেন, ‘আমি যখন কনটেন্ট ক্রিয়েশনের জার্নি শুরু করি, তখন সবকিছুই নিজে শিখতে হয়েছে। কোনো আইডিয়াই ছিল না কীভাবে কী করব। পন্ডস্ এত ভালো একটা প্ল্যাটফর্ম এনেছে, আমি চাই যারাই ইনফ্লুয়েন্সার হতে চায়, স্পেশালি স্কিনকেয়ার নিয়ে আগ্রহী, তারা যেন অবশ্যই রেজিস্ট্রেশন করে।’

দর্শকদের পছন্দের ইনফ্লুয়েন্সার সুনেহরা তাসনিম বলেন, ‘আমার কনটেন্ট ক্রিয়েশনের শুরু আমার পছন্দের ইনফ্লুয়েন্সারকে দেখেই। শুরুতে একটু কনফিউজড ছিলাম যে পারব কি না। কিন্তু নিজের ওপর বিশ্বাস রেখে শুরু করেছিলাম। যারা ইনফ্লুয়েন্সার হতে চায়, তাদের জন্য “পন্ডস্ স্কিনফ্লুয়েন্সার”-এর মতো প্ল্যাটফর্ম খুবই সহায়ক হবে।’

তৌহিদ আফ্রিদি ও ইফতেখার রাফসান—দুজনই ইনফ্লুয়েন্সার হিসেবে দেশে জনপ্রিয়তার শীর্ষে। তাঁরাও নিজেদের প্রোফাইলে আহ্বান জানিয়েছেন আগ্রহীদের এ প্রতিযোগিতায় অংশ নিতে। তাঁদের দুজনেরই অভিমত, বাংলাদেশে এ ধরনের উদ্যোগ প্রথমবারের মতো কোনো ব্র্যান্ড নিয়েছে। তা–ও ‘পন্ডস্’-এর মতো নামকরা একটি আন্তর্জাতিক স্কিনকেয়ার ব্র্যান্ড। এই প্ল্যাটফর্মের অংশ হতে পারাটাই সৌভাগ্যের ব্যাপার।

এদিকে রেজিস্ট্রেশন শুরু হওয়ার পর থেকেই তরুণদের মধ্যে আয়োজনটি নিয়ে বেশ আগ্রহ লক্ষ করা যাচ্ছে। পন্ডস্ বাংলাদেশের ফেসবুক পেজে অনেকেই তাঁদের পরিচিত ও বন্ধুদের ট্যাগ করছেন অংশ নেওয়ার জন্য। ক্যাম্পাসের রেজিস্ট্রেশন বুথগুলোতেও আগ্রহীদের ভিড় চোখে পড়ার মতো। আর আগ্রহী হবে নাই–বা কেন! ‘পন্ডস্ স্কিনফ্লুয়েন্সার’ বিজয়ী পাবে দেশের বাইরে অবস্থিত পন্ডস্ ইনস্টিটিউটের এক্সপার্টদের কাছ থেকে স্কিনকেয়ার নিয়ে বিশেষ প্রশিক্ষণ, যা তার জ্ঞান ও দক্ষতাকে দেবে অনন্য মাত্রা। এ ছাড়া পন্ডস্ বাংলাদেশের ‘নতুন ফেস’ হওয়ার আকর্ষণীয় সুযোগ তো থাকছেই। এ আয়োজনের সহযোগিতায় রয়েছে প্রথম আলো ডটকম।

উল্লেখ্য, রেজিস্ট্রেশন চলবে ১৪ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত। তাই দেরি না করে রেজিস্ট্রেশন করতে এখনই ভিজিট করুন