বুধবার ঢাকায় আসছে জার্মান সংসদীয় দল

জার্মানির পার্লামেন্ট বুন্দেসতাগ
ফাইল ছবি: এএফপি

জার্মানির পার্লামেন্ট বুন্দেসতাগের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল আগামী বুধবার পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসছে। সফরে প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সে দেশের সাবেক মন্ত্রী রেনাটা কানেস্ট। তিনি জার্মানির গ্রিন পার্টির সদস্য ও জার্মান-দক্ষিণ এশিয়া সংসদীয় গ্রুপের চেয়ারওমেন।

ঢাকায় জার্মান দূতাবাস আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জার্মান সংসদীয় দলের ছয় সদস্যের প্রতিনিধিদল আসন্ন বাংলাদেশ সফরে দুই দেশের সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করবে। দলটি সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। এসব আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, রাজনৈতিক, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, বাণিজ্য, অভিবাসন, উন্নয়ন সহযোগিতা ও নারীর ক্ষমতায়নের প্রসঙ্গগুলো গুরুত্ব পাবে।

জার্মানির সাবেক মন্ত্রী রেনাটা কানেস্টের নেতৃত্বে এ প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন জার্মান-দক্ষিণ এশিয়া সংসদীয় গ্রুপের ভাইস চেয়ারম্যান ড. আ হান, জার্মান সংসদীয় দলের বাজেট কমিটির সদস্য পল লেহরিডার, জার্মান-দক্ষিণ এশিয়া সংসদীয় গ্রুপের সহসভাপতি রিয়া প্রোডা, জার্মান সংসদের পররাষ্ট্র–সংক্রান্ত কমিটির সদস্য আন্দ্রেস লারেম ও মাল্ট কাউফাম।