বুধবার ঢাকায় আসছে জার্মান সংসদীয় দল
জার্মানির পার্লামেন্ট বুন্দেসতাগের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল আগামী বুধবার পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসছে। সফরে প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সে দেশের সাবেক মন্ত্রী রেনাটা কানেস্ট। তিনি জার্মানির গ্রিন পার্টির সদস্য ও জার্মান-দক্ষিণ এশিয়া সংসদীয় গ্রুপের চেয়ারওমেন।
ঢাকায় জার্মান দূতাবাস আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জার্মান সংসদীয় দলের ছয় সদস্যের প্রতিনিধিদল আসন্ন বাংলাদেশ সফরে দুই দেশের সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করবে। দলটি সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। এসব আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, রাজনৈতিক, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, বাণিজ্য, অভিবাসন, উন্নয়ন সহযোগিতা ও নারীর ক্ষমতায়নের প্রসঙ্গগুলো গুরুত্ব পাবে।
জার্মানির সাবেক মন্ত্রী রেনাটা কানেস্টের নেতৃত্বে এ প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন জার্মান-দক্ষিণ এশিয়া সংসদীয় গ্রুপের ভাইস চেয়ারম্যান ড. আ হান, জার্মান সংসদীয় দলের বাজেট কমিটির সদস্য পল লেহরিডার, জার্মান-দক্ষিণ এশিয়া সংসদীয় গ্রুপের সহসভাপতি রিয়া প্রোডা, জার্মান সংসদের পররাষ্ট্র–সংক্রান্ত কমিটির সদস্য আন্দ্রেস লারেম ও মাল্ট কাউফাম।