আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ

বাজারে এলপি গ্যাসের সংকট। মাটির চুলায় রান্না করছেন অনেকেই

এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড বৃহস্পতিবার থেকে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে। সমিতি বলছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে। প্রশাসন দিয়ে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধ করতে হবে। সমিতির সভাপতি সেলিম খান প্রথম আলোকে জানান, আগামীকাল বেলা তিনটায় বিইআরসি-র সাথে বৈঠকে দাবি মানা হলে বিক্রি শুরু হবে, অন্যথায় বন্ধ থাকবে।