‘আমি মেয়ের সুন্দর মুখটি দেখতে চাই’

মেয়ের লাশের দুটি পা পাওয়া যাওয়ার খবরে বন্দরটিলার আকমল আলী ঘাটসংলগ্ন স্লুইসগেটের খাল এলাকায় ছুটে যান আলিনার বাবা সোহেল রানা
ছবি: প্রথম আলো

নিখোঁজের ১০ দিন পর পরিবারের সদস্যরা জানতে পারেন, তাঁদের আদরের পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যা করে কয়েক টুকরা করে সাগরে ফেলে দেওয়া হয়। এর চার দিন পর লাশের দুটি পা আজ বুধবার নগরের বন্দরটিলার আকমল আলী ঘাটসংলগ্ন স্লুইসগেটের খাল থেকে উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। খবর পেয়ে বিকেলে সেখানে ছুটে যান আলিনার বাবা সোহেল রানা। মেয়ের পা পেলেও সুন্দর মুখটি দেখার জন্য মাথাটা চান তিনি।

সোহেল রানা সাংবাদিকদের বলেন, ‘আমার মেয়ের পা এখনো পচে নাই। মেয়ের মুখ অনেক সুন্দর। এই মুখ দিয়ে বাবা বাবা বলে ডাকত। পড়ত কোরআন।’ মেয়েকে জান্নাতি দাবি করে বাবা বলেন, ‘আমি সুন্দর মুখটি দেখতে চাই।’ পিবিআইয়ের উদ্দেশে সোহেল রানা বলেন, তারা এত দিন ধরে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। তাদের অনুরোধ করব, আরও কয়েক দিন উদ্ধারকাজ চালাক। যাতে মেয়ের মাথাসহ শেষ অংশটুকু পাওয়া যায়।

আজ সকাল থেকে বন্দরটিলার আকমল আলী ঘাটসংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে পিবিআই। বেলা তিনটার দিকে তল্লাশির একপর্যায়ে সাদা পলিথিনে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় লাশের দুটি অংশ পাওয়া যায়। পরে বিকেলে সেখানে ছুটে যান পিবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন

পিবিআই চট্টগ্রাম মেট্রো পুলিশ সুপার নাইমা সুলতানা ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, লাশের খণ্ডিত অংশ পাওয়া গেছে। পাঁচ দিন ধরে তল্লাশি চালিয়ে আসছে পিবিআই। লাশের বাকি অংশ পেতেও তল্লাশি অব্যাহত আছে।

পাঁচ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াত
ছবি: সংগৃহীত

আলিনার বাবা সোহেল দাবি করেন, আসামি আবিরের মা-বাবা সব জানতেন। তাঁরা তা গোপন রেখেছেন। রিমান্ডে আবিরসহ তাঁর পরিবারকে জিজ্ঞাসাবাদে সবকিছু বেরিয়ে আসবে।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রো পরিদর্শক মনোজ দে প্রথম আলোকে বলেন, আসামি আবিরের বাবা আজহারুল ইসলাম ও মা আলো বেগমকে তিন দিনের রিমান্ড এবং আবিরকে সাত দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে। আসামি আবিরই জানিয়েছেন লাশ ছয় টুকরা করে ফেলে দেন। তাঁদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

২৫ নভেম্বর নগরের ইপিজেড এলাকা থেকে আবিরকে আটক করে পিবিআই। সেদিনই তাঁকে নিয়ে পিবিআই সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত বঁটি এবং আলিনার জুতা উদ্ধার করে।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবির জানিয়েছেন, শিশু আলিনাকে অপহরণ করে ছয়-সাত লাখ টাকা মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু তাঁর মুঠোফোনের সিম কাজ না করায় শিশুটির পরিবারকে ফোন দিতে পারেননি। শিশুটি চিৎকার করতে চাইলে তাকে গলা টিপে হত্যা করেন। ধরা পড়ে যাওয়ার ভয়ে তিনি শিশুটিকে কেটে ছয় টুকরা করে কিছু অংশ সাগরে ভাসিয়ে দেন। আর কিছু অংশ পার্শ্ববর্তী আকমল আলী ঘাটসংলগ্ন স্লুইসগেটের পাশে ফেলে দেন। ভারতীয় টিভি সিরিজ ক্রাইম পেট্রোল ও সিআইডি দেখে আবির এ কাজ করার কথা স্বীকার করেন। পরদিন তাঁকে আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।

আরও পড়ুন

১৫ নভেম্বর বিকেলে নগরের ইপিজেড থানার বন্দরটিলা ওয়াজ মুন্সিবাড়ি এলাকার সোহেল রানার মেয়ে আলিনা বাসার পাশে একটি মক্তবে পড়তে যাওয়ার সময় তাকে অপহরণ করেন আবির। আলিনার বাবা স্থানীয় একটি মুদিদোকানের মালিক। আলিনাকে তাঁরা খুঁজে না পেয়ে ইপিজেড থানায় সাধারণ ডায়েরি করেন। ২৫ নভেম্বর অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে ইপিজেড থানায় মামলা করেন আলিনার বাবা সোহেল রানা।

আবিরের বাবা ভ্যানচালক আজহারুল ইসলাম আলিনাদের বাসায় ভাড়া থাকেন। তাঁর মা আলো বেগম পোশাক কারখানার শ্রমিক। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ায় তিনি ইপিজেড এলাকার আকমল আলী রোড এলাকায় অন্য বাসায় থাকেন। মা ও বাবার দুটি বাসায় যাতায়াত ছিল আবিরের।