চুয়েটে ‘মেকা স্পার্ক ২০২২’ উদ্যাপন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে সম্প্রতি উদ্যাপন হলো মেকা স্পার্ক–২০২২। দুই দিনব্যাপী এ আয়োজনে ৮ শ’র বেশি প্রকৌশলী ও বিশেষজ্ঞ ব্যক্তি অংশ নেন। বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে সাসটেইনেবল এইচভিএসি-আর সম্পর্কে সচেতনতা বৃদ্ধি উদ্দেশ্যেই ট্রাইটেক এই আয়োজনে যুক্ত হয়।
এ আয়োজনে টাইটেল স্পন্সর ছিল দেশের সর্ববৃহৎ এইচভিএসি-আর প্রোভাইডার প্রতিষ্ঠান ট্রাইটেক। এইচভিএসি–আর দীর্ঘ ২০ বছরের সেবার মান উন্নয়নের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের এ খাতের বিশেষজ্ঞদের সহযোগী এমন কর্মকাণ্ডে ট্রাইটেক পৃষ্ঠাপোষকতা সাধুবাদ জানান আয়োজনে অংশ নেওয়া চুয়েট শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সভাপতি ছিলেন চুয়েটের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মানসিক বিকাশের ধারা অব্যাহত রাখতে চুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত সবচেয়ে বড় এই ইভেন্টে এইচভিএসি-আর ইন্ডাস্ট্রি সম্পর্কে বিভিন্ন মতামত প্রকাশ করেন এই ইন্ডাস্ট্রি বিষয়ে ট্রাইটেকের নেতৃস্থানীয় বিশেষজ্ঞরা। তারা আলোচনায় অংশ নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন-উত্তরের পাশাপাশি পরিবেশবান্ধব এইচভিএসি-আরের গুরুত্ব সম্পর্কেও আলোকপাত করেন।