বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ সাবেক সচিব শরিফা খান

শরিফা খানছবি: সংগৃহীত

বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হিসেবে নিয়োগ পেয়েছেন অবসর–উত্তর ছুটিতে থাকা অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাবেক জ্যেষ্ঠ সচিব শরিফা খান। তাঁকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিকে নিয়োগ দিয়েছে সরকার। তিনিই প্রথম বাংলাদেশি নারী, যিনি বিশ্বব্যাংকের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেলেন।

এ বিষয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, অভোগকৃত অবসর–উত্তর ছুটি ও এ–সংক্রান্ত অন্যান্য সুবিধা স্থগিতের শর্তে যোগ দেওয়ার তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে বিকল্প নির্বাহী পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

শরিফা খানের আগে বিশ্বব্যাংকে এই পদে ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আহমদ কায়কাউস। মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে চুক্তি ভিত্তিতে থাকা আহমদ কায়কাউসের চুক্তি সম্প্রতি বাতিল করে বাংলাদেশ সরকার।

জানা গেছে, বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করেছিলেন আহমদ কায়কাউস।