ডিজিটাল আর্কাইভস ও গ্রন্থাগারের জন্য ২৯৬ কোটি টাকার প্রকল্প

ডিজিটাল আর্কাইভস ও গ্রন্থাগার প্রতিষ্ঠায় ‘জাতীয় আর্কাইভস ও জাতীয় গ্রন্থাগার ডিজিটাইজেশন, অনলাইন সেবা সম্প্রসারণ এবং আধুনিকায়ন’ শীর্ষক ২৯৬ কোটি ৩৫ লাখ ৩১ হাজার টাকার একটি প্রকল্প  নিয়েছে সরকার।

প্রকল্পটি বাস্তবায়ন করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর। নির্বাহক এজেন্সি হিসেবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। বাস্তবায়নকাল ধরা হয়েছে গত বছরের (২০২৩) জুলাই থেকে ২০২৭ সালের জুন মাস পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকল্প মূল্যায়ন কমিটির সভা (পিইসি) শেষে প্রকল্পটি পরিকল্পনা কমিশনে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।  


এ প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে প্রায় ৯ কোটি আর্কাইভাল ও গ্রন্থাগারসামগ্রী আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ডিজিটাল ব্যবস্থায় রূপান্তর ও সংরক্ষণ। আর এর মাধ্যমে জাতীয় আর্কাইভস ও জাতীয় গ্রন্থাগারকে ডিজিটাল ব্যবস্থায় রূপান্তর করা হবে। জাতীয় আর্কাইভস ও জাতীয় গ্রন্থাগারের ডিজিটাল ডেটার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন সেবা সম্প্রসারণ করা হবে এ প্রকল্পে। এর বাইরে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং রেকর্ডসংশ্লিষ্ট সরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধি করাও এ প্রকল্পের উদ্দেশ্য।