কিশোরীকে অপহরণ এবং ধর্ষণের দায়ে দুবার যাবজ্জীবন

ছয় বছর আগে নগরের ডবলমুরিং থানা এলাকায় এক কিশোরীকে অপহরণ এবং ধর্ষণের দায়ে একজনকে দুবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম ইসকান্দর মিয়া। পাশাপাশি আইয়ুব আলী নামের আরেকজনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

আজ সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬–এর বিচারক সিরাজদ্দৌলা কুতুবী এই রায় দেন। এই ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আদালত আসামি ইসকান্দর মিয়াকে অপহরণের দায়ে একবার যাবজ্জীবন এবং ধর্ষণের দায়ে একবার যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে দুটি সাজা একসঙ্গে চলবে। আরেক আসামি আইয়ুব আলীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় দুই আসামি হাজির ছিলেন। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১৩ এপ্রিল নগরের ডবলমুরিং এলাকায় স্কুলপড়ুয়া এক কিশোরীকে অপহরণ করে নিয়ে যান আসামিরা। পরে তাঁকে ধর্ষণ করেন এক আসামি। এই ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ডবলমুরিং থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ একই বছরের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেয়। ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।