দুই দেশের রাষ্ট্রদূতের মেয়াদ বাড়ল

জার্মানি ও ইরাকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চুক্তি ভিত্তিতে থাকা দুই সচিবের চুক্তির মেয়াদ এক বছর করে বাড়িয়েছে সরকার। তাঁরা হলেন জার্মানিতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক জ্যেষ্ঠ সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এবং ইরাকে রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা সরকারের সচিব মো. ফজলুল বারী।

আজ বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মোশাররফ হোসেন ভূঁইয়ার বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৪ সেপ্টেম্বর বা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তাঁকে পুনরায় একই পদে (রাষ্ট্রদূত) চুক্তিতে নিয়োগ দেওয়া হলো। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া ২০২০ সাল থেকে জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ফজলুল বারীর বর্ধিত এ মেয়াদ শুরু হবে ৩০ সেপ্টেম্বর বা যোগদানের তারিখ থেকে।