সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ শুক্রবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল আট বছর আগে দিয়াবাড়ির খালে বিপুল অস্ত্র, গুলি ও বিস্ফোরক পাওয়া যাওয়ার ঘটনায় করা তিনটি জিডির বিষয়ে সম্প্রতি চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার খবরটি। আন্তর্জাতিক খবরের মধ্যে ইসরায়েল ও ইরানের খবরগুলোতে পাঠকের বেশ আগ্রহ ছিল। এ ছাড়াও আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

দিয়াবাড়ির খালে তাহলে এত অস্ত্র কারা ফেলেছিল

২০১৬ সালের জুনে উত্তরার দিয়াবাড়ী এলাকার খাল থেকে উদ্ধার করা হয় বিপুল অস্ত্র ও গোলাবারুদ
ফাইল ছবি

ঘটনাটি ঘটেছিল আট বছর আগে। রাজধানীর উত্তরার দিয়াবাড়ির খাল থেকে উদ্ধার করা হয়েছিল বিপুল অস্ত্র, গুলি ও বিস্ফোরক। এত বছরেও এ ঘটনায় কোনো মামলা হয়নি। ওই ঘটনায় নগরীর তুরাগ থানায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। সেই জিডিগুলোর সম্প্রতি চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। বিস্তারিত পড়ুন...

ইসরায়েলের হামলা নয় বলে ইরান কিসের ইঙ্গিত দিচ্ছে

ইরানের ইস্পাহান শহরের জারদানজান এলাকায় একটি পারমাণবিক স্থাপনায় নিরাপত্তায় নিয়োজিত সামরিক বাহিনীর সদস্যরা। ১৯ এপ্রিল, ২০২৪
ছবি: রয়টার্স

ইরানের ইস্পাহান শহরে বিস্ফোরণের ঘটনাকে বিভিন্ন সূত্র ইসরায়েলি হামলা বলে উল্লেখ করলেও ইরান সেই বক্তব্য নাকচ করে দিয়েছে। এটি বাইরের দেশের হামলা নয় বলে ইতিমধ্যে ইরানের গণমাধ্যম খবর প্রকাশ করেছে।বিস্তারিত পড়ুন...

জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
ফাইল ছবি: রয়টার্স

জাতিসংঘে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পাওয়ার পথ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে এ-সংক্রান্ত প্রস্তাবের ওপর ভোটাভুটিতে ভেটো দিয়েছে দেশটি। বিস্তারিত পড়ুন...

এফডিসির গেটে আটকে গেলেন ওমর সানী, ভেতরে চটলেন নূতন

এফডিসির গেটের বাইরে ওমর সানী
ছবি: প্রথম আলো

দুপুর ১২টার দিকে ভোট দিতে এসেছিলেন অভিনেত্রী নূতন। ইতিমধ্যে তাঁকে ঘিরে ধরেছেন অনেকেই। তাঁদের মধ্যে একজন নায়ক মারুফ আকিব। ভোট দিতে যাওয়ার পথে তিনি এই অভিনেত্রীকে বললেন, ‘আপা, আমাদের কিছু ভোট দিয়েন। সব ভোট অন্যদের দিয়েন না।’ এ কথা শুনে সঙ্গে সঙ্গে চটে গেলেন নূতন। বিস্তারিত পড়ুন...

২০ ওভারের ম্যাচ যখন ২ বলেই শেষ

২ বলেই শেষ হয়ে গেছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি
এএফপি

২ বল। রাওয়ালপিন্ডিতে দীর্ঘ অপেক্ষার পর পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের দৈর্ঘ্য ছিল এতটুকুই। ম্যাচকে ঘিরে আবহাওয়ার পূর্বাভাস সুবিধার ছিল না, শেষ হাসিটা শেষ পর্যন্ত বৃষ্টিরই। তবে বৃষ্টিতে চূড়ান্তভাবে খেলা শেষ হয়ে যাওয়ার আগেই রেকর্ড বইয়ের ওপরের দিকে জায়গা করে নিয়েছে ম্যাচটা। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন