হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য নাসিমুল আলমের তিন দিনের রিমান্ড
কুমিল্লা–৮ আসনের সাবেক সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরীকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলার সময় মো. শাহজাহান নামের এক তরুণকে হত্যার মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করা হয়।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সানাউল্লাহ আজ বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেন।
পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শাহজাহান হত্যা মামলায় গ্রেপ্তার নাসিমুল আলম চৌধুরীকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সূত্র জানায়, গত ১৯ জুলাই দুপুরে রাজধানীর মহাখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে তরুণ শাহজাহান গুলিবিদ্ধ হন। চার দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ১৮ ডিসেম্বর শাহজাহানের পরিবার বাদী হয়ে হত্যা মামলা করে।
শাহজাহান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ৩০ ডিসেম্বর রাজধানীর বনানী এলাকা থেকে নাসিমুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কুমিল্লা জেলা আওয়ামী লীগের সহসভাপতি।