প্রতীক পেয়েই প্রচারে চট্টগ্রামের প্রার্থীরা

চট্টগ্রাম–৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিবুল হাসান চৌধুরীর নির্বাচনী প্রচারণায় যোগ দেন দলটির অন্য নেতারা। সোমবার চট্টগ্রামের বদরশাহ মাজার এলাকায়ছবি: সৌরভ দাশ

প্রতীক পাওয়ার পর নির্বাচনী প্রচার–প্রচারণা শুরু করেছেন চট্টগ্রামের প্রার্থীরা। আজ সোমবার দুই রিটার্নিং কর্মকর্তা ১২০ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছেন। প্রতীক পেয়েই প্রচারে নেমেছেন তাঁরা।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী তথ্যমন্ত্রী হাছান মাহমুদ পেয়েছেন নৌকা প্রতীক। প্রতীক পাওয়ার পর কর্মী–সমর্থকদের সঙ্গে বাইসাইকেল নিয়ে প্রচারণায় অংশ নেন তিনি।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী প্রতীক পাওয়ার পর নগরের বদরপাতি, টেরিবাজার ও আন্দরকিল্লা এলাকায় প্রচারণা চালান। এর আগে তিনি আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের জিয়াউল হক। প্রতীক পেয়ে বিকেলে বন্দর এলাকায় গণসংযোগ করেন তিনি। সেখানে কয়েক হাজার মানুষ অংশ নেন।

চট্টগ্রামের ১৬ আসনের ১০টিতে আওয়ামী লীগের প্রার্থীর পাশাপাশি দলটির স্বতন্ত্র প্রার্থীও আছেন। এসব আসনের বেশ কয়েকটিতে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। প্রতীক বরাদ্দের ক্ষেত্রে দেখা যায় আওয়ামী লীগের বেশির ভাগ স্বতন্ত্র প্রার্থী প্রতীক হিসেবে পছন্দ করেছেন ঈগল।

চট্টগ্রাম–১ (মিরসরাই) আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহবুবউর রহমান। সেখানে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মো. গিয়াস উদ্দিন ঈগল প্রতীক পেয়েছেন। চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে এম এ মোতালেব ও চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনে মুজিবুর রহমানের ঈগল প্রতীক পেয়েছেন।

চট্টগ্রাম–১৬ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ কবিরের প্রতীক ট্রাক। চট্টগ্রাম–৮ আসনে (বোয়ালখালী–চান্দগাঁও) আওয়ামী লীগের দুজন নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাঁদের মধ্যে আবদুচ ছালাম কেটলি প্রতীক ও বিজয় কুমার চৌধুরী ফুলকপি প্রতীক পেয়েছেন। চট্টগ্রাম–১০ (পাহাড়তলী–ডবলমুরিং–খুলশী) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র ফরিদ মাহমুদ কেটলি ও সাবেক মেয়র মো. মনজুর আলমের প্রতীক ফুলকপি। চট্টগ্রাম–১১ আসনে জিয়াউল হকের প্রতীক কেটলি।

চট্টগ্রাম–৫ (হাটহাজারী) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা মো. শাহজাহান চৌধুরী। তিনি কেটলি প্রতীক পেয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে আওয়ামী লীগের দুই স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহানের ঈগল ও হোসাইন মোহাম্মদ আবু তৈয়বের প্রতীক তরমুজ।