আরও নতুনত্ব নিয়ে হবে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা’ অনুষ্ঠান

শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা আয়োজনের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে (বাঁ থেকে) প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান, শিখোর প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ইশমাম চৌধুরী, শিখোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহীর চৌধুরী, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং প্রথম আলো ডিজিটাল ট্রান্সফরমেশন, যুব কার্যক্রম ও ইভেন্টসের প্রধান সমন্বয়ক মুনির হাসান। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়েছবি: দীপু মালাকার

এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার কার্যক্রম শিগগিরই শুরু হতে যাচ্ছে। আরও নতুনত্ব নিয়ে সারা দেশে হবে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা’ অনুষ্ঠান।

আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিগত তিন বছরের মতো আগামী তিন বছর এ আয়োজনে সহায়তা করছে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখো।

শিখোর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহীর চৌধুরী এবং প্রথম আলোর পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।

অনুষ্ঠানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান আয়োজনে নতুনত্ব আনার পরামর্শ দেন। তিনি বলেন, আরও বেশি মানুষকে যুক্ত করার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করতে হবে। আগের আয়োজনের অভিজ্ঞতার আলোকে সামনে আরও ভালো করতে হবে।

শিখোর সিইও শাহীর চৌধুরী বলেন, আগের তুলনায় এবার আরও বেশি শিক্ষার্থী এ আয়োজনে যুক্ত হতে পারে। সে জন্য প্রচারণায় নতুনত্ব আনা হচ্ছে।

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক বলেন, এ আয়োজনের মাধ্যমে সারা দেশের মেধাবী মুখগুলো একত্র হয়, যারা দেশের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের জীবনের প্রথম বড় সাফল্যের স্বীকৃতি হিসেবে এ আয়োজন তাদের উদ্‌যাপনকে বাড়তি মাত্রা দেবে।

শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা আয়োজনের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে
ছবি: দীপু মালাকার

অনুষ্ঠানে জানানো হয়, ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে শিগগিরই শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনার অনলাইন নিবন্ধন শুরু করা হবে। শিক্ষার্থীরা অনলাইনে নিবন্ধন করে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেকে প্রস্তুত রাখতে বিনা মূল্যে শিক্ষা–সংক্রান্ত কোর্সসহ নানা উপহার পাওয়ার সুযোগ পাবে। এ ছাড়া এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে সারা দেশের ৬৪টি জেলা শহরে সংবর্ধনায় অংশ নিতে পারবে।

শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা আয়োজনের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে শিখোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহীর চৌধুরী। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে
ছবি: দীপু মালাকার

সমঝোতা স্মারক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি; ডিজিটাল ট্রান্সফরমেশন, যুব কার্যক্রম ও ইভেন্টসের প্রধান সমন্বয়ক মুনির হাসান; চিফ অ্যাডভার্টাইজিং অফিসার রশিদুর রহমান সবুর; চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান; হেড অব মার্কেটিং আজওয়াজ খান, ডেপুটি হেড অব ফাইন্যান্স ও অ্যাকাউন্টস অংকুর সাহা এবং শিখোর প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ইশমাম চৌধুরী।