চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বিদেশি শিক্ষার্থীর মৃত্যু

নিহত ফুতফাফোনে জায়ডালাছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের পতেঙ্গা আউটার রিং রোড এলাকায় সড়ক বিভাজকের সঙ্গে গাড়ির ধাক্কা লেগে এক বিদেশি নারী শিক্ষার্থী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম ফুতফাফোনে জায়ডালা (২৩) । তিনি লাওসের নাগরিক। চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী ছিলেন ফুতফাফোনে জায়ডালা। আহত দুজন বাংলাদেশি নাগরিক এবং সম্পর্কে ভাই–বোন। তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাঁদের নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ডেপুটি রেজিস্ট্রার সানাউল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, ঈদ উপলক্ষে গতকাল সন্ধ্যায় ছুটি নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে পতেঙ্গা সমুদ্রসৈকতে গিয়েছিলেন ফুতফাফোনে জায়ডালা। রাত সাড়ে ১০টার দিকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিশ্ববিদ্যালয় হোস্টেলে ফিরছেন বলে জানান। কয়েক ঘণ্টা পর পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনায় ফুতফাফোনে জায়ডালার মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি পাজেরো গাড়িতে করে বন্ধুদের সঙ্গে পতেঙ্গা সমুদ্রসৈকতে গিয়েছিলেন ফুতফাফোনে। ফেরার পথে চাকা ফেটে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। এতে গাড়িটি কয়েক দফায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ফুতফাফোনের মৃত্যু হয়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গাড়িটির সামনের চাকা ফেটে যাওয়ার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। নিহত শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।