ওষুধশিল্প নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সেমিনার

সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে অতিথি ও আলোচকেরা
ছবি: বিজ্ঞপ্তি

ওষুধশিল্পকে পেশা হিসেবে বেছে নিতে আগ্রহী শিক্ষার্থীদের অংশগ্রহণে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘দ্য ফার্মা ট্রুপারস: সেট আপ ইওর ক্যারিয়ার ইন দ্য ফার্মা ইন্ডাস্ট্রি’ শীর্ষক সেমিনার। আয়োজক ছিল বিশ্ববিদ্যালয়টির ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার (সিপিসি)।

রোববার রাজধানীতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন সিপিসির পরিচালক অধ্যাপক মোহাম্মদ খসরু মিয়া। বর্তমান বিশ্বে ওষুধশিল্পের গুরুত্ব এবং এই খাতে তরুণ পেশাজীবীদের কাজের সুযোগ–সুবিধাগুলো তুলে ধরেন তিনি।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপক শেখ রাইসুজ্জামান, সিনোভিয়া ফার্মার জ্যেষ্ঠ উপব্যবস্থাপক শোয়েব-উল ইসলাম, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক সাইহাম আহমেদ বিন হালিম প্রমুখ।

বক্তারা ওষুধশিল্পের বিভিন্ন সুযোগ–সুবিধা, এ পেশায় সফল হওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, নির্দেশনা, প্রস্তুতির কৌশলসহ বিভিন্ন বিষয়ে তাঁদের অভিজ্ঞতার গল্প শোনান। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করেন। সেরা তিন অংশগ্রহণকারীকে দেওয়া হয় পুরস্কার।