হিরো আলমকে হত্যাচেষ্টার মামলায় জামিন পেলেন স্ত্রী রিয়া মনি ও তাঁর বন্ধু

আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমফাইল ছবি: প্রথম আলো

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে হত্যাচেষ্টার মামলায় জামিন পেয়েছেন তাঁর স্ত্রী রিয়া মনি ও তাঁর বন্ধু কামরুল ইসলাম। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ রোববার এ আদেশ দেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, হাতিরঝিল থানায় করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার রিয়া মনি ও তাঁর বন্ধুকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন।

রাজধানীর হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা মোস্তানছির বিল্লাহ আদালতকে লিখিতভাবে জানান, গতকাল শনিবার হাতিরঝিলের একটি বাসায় যান হিরো আলম। রিয়া মনি হিরো আলমের তৃতীয় স্ত্রী। ওই বাসায় রিয়া মনি ও কামরুল ইসলামকে একসঙ্গে দেখতে পান। একসঙ্গে থাকার কারণ জানতে চাইলে হিরো আলমকে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করেন রিয়া মনি। একপর্যায়ে কামরুলও হিরো আলমের মাথায় আঘাত করেন।

অবশ্য রিয়া মনি ও তাঁর বন্ধু কামরুলের পক্ষে আদালতে দাবি করা হয়েছে তাঁরা হয়রানির শিকার।