কোকেন উদ্ধার : পেরুর নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

আদালতপ্রতীকী ছবি

প্রায় ১১ বছর আগে কোকেন উদ্ধারের ঘটনায় করা মামলায় পেরুর নাগরিক জাগাজিটা এল বারাতো হুয়ান পাবলো রাফায়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আরেক আসামি পাকিস্তানি নাগরিক মোহাম্মদ মোস্তফা আশরাফকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ সামিদুল ইসলাম আজ বুধবার এ রায় দেন। রায় ঘোষণার পর পেরুর নাগরিককে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আছেন পাকিস্তানি নাগরিক মোহাম্মদ মোস্তফা আশরাফ।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সালাহউদ্দিন হাওলাদার। আদালত-সংশ্লিষ্ট সূত্র বলছে, মামলায় আরও চারজন আসামি খালাস পেয়েছেন।

মামলার কাগজপত্রের তথ্য বলছে, ২০১৩ সালের ১১ জুন রাজধানীর কারওয়ান বাজারের হোটেল লা ভিঞ্চি থেকে পেরুর নাগরিক জাগাজিটা এল বারাতোকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁর ব্যাগ থেকে তিন কেজি কোকেন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা করে। মামলাটি তদন্ত করে ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর পেরুর নাগরিকসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ২০১৫ সালের ১৮ জুন ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষ থেকে এ মামলায় ১৫ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।

কোকেন উদ্ধারের মামলায় পেরুর নাগরিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন।