বেঙ্গল মিট আয়োজিত ‘এন ইভিনিং উইথ কিশোয়ার’ সেমিনার অনুষ্ঠিত

‘এন ইভিনিং উইথ কিশোয়ার’ শীর্ষক সেমিনারের আয়োজন করে বেঙ্গল মিটছবি: সংগৃহীত

বেঙ্গল মিট আয়োজিত ‘এন ইভিনিং উইথ কিশোয়ার’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মাস্টারশেফ অস্ট্রেলিয়া ২০২১–এর ফাইনালিস্ট কিশোয়ার চৌধুরী।

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে বিভিন্ন শেফ, রেস্টুরেন্ট উদ্যোক্তা, ফুড ব্লগার, সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সাররা।
অনুষ্ঠানে কর্মজীবনের অভিজ্ঞতা, সম্পৃক্ততা ও কালিনারি আর্টস নিয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি আমন্ত্রিত ব্যক্তিদের সঙ্গে শেয়ার করেন কিশোয়ার।

বাংলাদেশের খাবার কীভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিস্তৃতি পেতে পারে, সেসব বিষয়ও তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল মিটের সিইও আ ফ ম আসিফ, হেড অব মার্কেটিং শেখ ইমরান আজিজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।