আইইউটি ফটোগ্রাফিক সোসাইটির ‘ব্রেক দ্য সার্কেল’ শুরু ৭ সেপ্টেম্বর

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ফটোগ্রাফিক সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করতে যাচ্ছে ‘ব্রেক দ্য সার্কেল’-এর একাদশ আসর। আন্তর্জাতিক এই আলোকচিত্র প্রদর্শনী বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় আর্ট গ্যালারি ৭-এ অনুষ্ঠিত হবে। ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিন চলবে প্রদর্শনী।

ব্রেক দ্য সার্কেলের একাদশ আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক উভয় পর্যায়ের অংশগ্রহণকারীদের থেকে ৭ হাজার ৪৮৪টি ছবি আয়োজকদের কাছে পৌঁছেছে। এর মধ্যে ৬৫টি ছবি (একক) এবং ১০টি ফটো স্টোরি বাংলাদেশের তিন আলোকচিত্রী ও কিউরেটর প্রণব ঘোষ, মিশুক আশরাফুল আউয়াল, সাউদ আল ফয়সাল বাছাই করেছেন প্রদর্শনের জন্য।

প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। পুরো প্রদর্শনী কিউরেটর ও আলোকচিত্রী জুয়েল পল শৈল্পিক মননে সাজিয়ে তুলেছেন। টেন মিনিট স্কুল, নেসলে বাংলাদেশ, অ্যাডপ্লাস, ড্রিম ওয়েভারস, কাউন্টার ফটোর মতো ১৪টির বেশি সংস্থা প্রদর্শনীর পার্টনার। এ ছাড়া এ আয়োজনের অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলো।