অনন্যা সাহিত্য পুরস্কার পেলেন আকতার কামাল

অনন্যা সাহিত্য পুরস্কার ১৪২৩ পেলেন বেগম আকতার কামাল (বাঁয়ে)৷ গতকাল বিকেলে জাতীয় জাদুঘরে তাঁর হাতে পুরস্কার তুলে দেন অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন ও ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী l প্রথম আলো
অনন্যা সাহিত্য পুরস্কার ১৪২৩ পেলেন বেগম আকতার কামাল (বাঁয়ে)৷ গতকাল বিকেলে জাতীয় জাদুঘরে তাঁর হাতে পুরস্কার তুলে দেন অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন ও ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী l প্রথম আলো

গবেষণা ও প্রবন্ধ সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য ‘অনন্যা সাহিত্য পুরস্কার-১৪২৩’ পেয়েছেন গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক বেগম আকতার কামাল।
গতকাল শনিবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী আনুষ্ঠানিকভাবে আকতার কামালের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সম্মাননা মূল্য ৫০ হাজার টাকা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, উচ্চশিক্ষার মাধ্যম হবে বাংলা, সেই স্বপ্ন সেভাবে পূরণ হয়নি। বর্তমানে গবেষণার স্তর নেমে গেছে। গবেষণার পরিমাণ কমার চেয়ে গুণগত মান কমেছে বেশি। বিষয়টি এখন পদোন্নতি পাওয়ার সঙ্গেও সম্পৃক্ত নয়। অনন্যা সাহিত্য পুরস্কার বাংলা সাহিত্যের চর্চাকে ধরে রেখেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবি আসাদ চৌধুরী ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন। ১৯৯৩ সাল থেকে প্রতিবছর একজন নারী সাহিত্যিককে সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অনন্যা সাহিত্য পুরস্কার দেওয়া হচ্ছে।
আলোচকেরা অধ্যাপক বেগম আকতার কামালের সম্পর্কে বলেন, তাঁর প্রবন্ধে নিজস্ব একটা ভঙ্গি আছে, যে কারণে সমসাময়িক প্রাবন্ধিকদের মধ্যে সহজেই তাঁকে আলাদা করে চিহ্নিত করা যায়। কবিতা নিয়ে বাংলাদেশে প্রতিনিধিত্বশীল কাজ করেছেন তিনি।

আকতার কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর জন্ম চট্টগ্রাম শহরে। তিনি ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ‘বিষ্ণু দে-র কবিমানস ও কাব্য’ শীর্ষক গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর থেকেই মূলত তাঁর ভিন্ন ধাঁচের লেখালেখি শুরু।