আবাসিক হোটেলে তরুণীর ঝুলন্ত লাশ
মতিঝিল থানার পুলিশ জানায়, ওই তরুণীর নাম মেহেনাজ জেরিন ওরফে নিপা (২৪)। এক যুবক মেহেনাজকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে গত রোববার উত্তর কমলাপুরের সিটি স্টেপস ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের ২১০ নম্বর কক্ষে ওঠেন। আজ দুপুরে হোটেলের কর্মীরা কক্ষ পরিষ্কার করতে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। হোটেল থেকে মতিঝিল থানায় জানালে পুলিশ এসে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মেহেনাজের লাশ উদ্ধার করে।
পরে রাত ৯টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, স্বামী পরিচয়দানকারী যুবককে খুঁজে পায়নি পুলিশ। ধারণা করা হচ্ছে, মেহেনাজ সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, হোটেলের কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বামী পরিচয় দেওয়া ব্যক্তি অসুস্থতার কথা বলে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। দুই দিন ধরে ওই তরুণী একাই হোটেলে অবস্থান করছিলেন। কক্ষ থেকে চিকিৎসাসংক্রান্ত কিছু কাগজপত্র পাওয়া গেছে, তা যাচাই করে তরুণীর পরিচয় শনাক্ত করা হয়।