আলোচনায় ভাস্কর্য বিতর্কের সমাধান চায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের একাংশ আজ জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে
ছবি: সংগৃহীত

কোনো ধরনের দ্বন্দ্বে না জড়িয়ে দুই পক্ষের আলোচনার মাধ্যমে ভাস্কর্য বিতর্কের সুষ্ঠু সমাধান চায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের একাংশ। একই সঙ্গে আলেম-ওলামাদের উদ্দেশ্য করে হেয় প্রতিপন্ন ও আক্রমণাত্মক বক্তব্য না দেওয়ারও আহ্বান জানিয়েছে তারা।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা এই আহ্বান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এই অংশের আহ্বায়ক এ পি এম সুহেল। তিনি উত্তেজনাবশত বা কারও উসকানিতে দেশের বিদ্যমান ভাস্কর্যগুলোর কোনো ধরনের ক্ষতি না করতে সবার প্রতি আহ্বান জানান। এ ছাড়া দেশ ও জাতির শান্তি বজায় রাখতে সব ধরনের ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ড পরিহার এবং ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়—এমন কোনো কর্মকাণ্ড না করারও আহ্বান জানিয়েছেন।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হককে অবাঞ্ছিত ঘোষণা করে গত ১৫ অক্টোবর নতুন আহ্বায়ক কমিটির ঘোষণা দেয় সংগঠনটির একাংশ। এই অংশের আহ্বায়ক এ পি এম সুহেল একসময় যুগ্ম আহ্বায়ক ছিলেন।