কমলাপুরে টিকিটপ্রত্যাশীদের ভিড় বেড়েছে

লাইনে যাঁরা সামনের দিকে আছেন, তাঁদের অধিকাংশই গতকাল শনিবার থেকে অবস্থান করছেনছবি: প্রদীপ সরকার

প্রথম ও দ্বিতীয় দিনের তুলনায় ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনে ঢাকার কমলাপুর রেলস্টেশনে চাপ বেড়েছে টিকিটপ্রত্যাশীদের। আজ রোববার সকালে দেখা যায়, কমলাপুর স্টেশনের মূল প্ল্যাটফর্মের বাইরে চলে গেছে টিকিটের জন্য দাঁড়ানো মানুষের লাইন। অন্যদিকে দীর্ঘ সময় লাইনে অপেক্ষায় থাকা অনেকে ক্লান্ত হয়ে প্ল্যাটফর্মের মেঝেতে বসে আছেন।

লাইনে যাঁরা সামনের দিকে আছেন, তাঁদের অধিকাংশই গতকাল শনিবার থেকে অবস্থান করছেন। আর যাঁরা আজকে এসেছেন, তাঁদের অবস্থান পেছনের দিকে। পেছনের দিকে থাকা অধিকাংশই মনে করছেন, তাঁরা টিকিট পাবেন না। টিকিট না পেলে কেউ কেউ চলে যাবেন, আবার কেউ আগামীকাল সোমবার যেন পান, সেই আশায় থেকে যাবেন।

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. খায়রুল ইসলাম এসেছেন এক আত্মীয়ের জন্য টিকিট কাটতে। তিনি নওগাঁর সান্তাহারের টিকিট কাটবেন। খায়রুল ইসলাম বলেন, ‘সকাল সাতটায় এখানে আসি। এসে সবার শেষে লাইনে দাঁড়িয়েছি। আজকে পাওয়ার সম্ভাবনা কম। না পেলে চলে যাব।’

প্রথম ও দ্বিতীয় দিনের তুলনায় ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনে ঢাকার কমলাপুর রেলস্টেশনে চাপ বেড়েছে টিকিটপ্রত্যাশীদের
ছবি: প্রদীপ সরকার

সকাল সাতটার দিকে আসা শাহজাহান ইসলাম যাবেন নীলফামারী। তিনি বলেন, ‘শেষে এসে দাঁড়িয়েছি। আজকে টিকিট পাওয়ার সম্ভাবনা কম। আমরা দুজন আছি। শিফট করে এখানে থেকে যাব।’ তাঁরা জানান, টিকিট বিক্রি হচ্ছে ধীরগতিতে। শৃঙ্খলাও খুব একটা নেই।