করোনায় এনবিআরের কমিশনার হোসাইন আহমেদের মৃত্যু

হোসাইন আহমেদ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক ও ভ্যাট বিভাগের কমিশনার হোসাইন আহমেদ করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। সর্বশেষ তিনি এনবিআরের শুল্ক ও ভ্যাট বিভাগে আপিল ট্রাইব্যুনালে সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

হোসাইন আহমেদ বিসিএস (শুল্ক ও আবগারি) ১৫তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। ১৯৯৫ সালে তিনি এনবিআরের সহকারী কমিশনার হিসেবে চাকরিতে যোগ দেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হোসাইন আহমেদের মৃত্যুতে এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম গভীর শোক প্রকাশ করেছেন।