ক্লাবে পরীমনির ভাঙচুরের সুনির্দিষ্ট অভিযোগ নেই: ডিবি

পরীমনি
ফাইল ছবি।

অল কমিউনিটি ক্লাবে পরীমনির ভাঙচুর চালানোর বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, ‘সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে অবশ্যই ব্যবস্থা নেব।’

আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। ঢাকার উত্তরা এলাকায় ডাকাতির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তারের ঘটনা জানাতে গোয়েন্দা উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে পরীমনির অভিযোগ, মামলা, ইসলামিক বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ ঢাকা থেকে চারজন নিখোঁজ হওয়া প্রভৃতি বিষয়ে প্রশ্ন করেন গণমাধ্যমকর্মীরা।

পরীমনিকে অল কমিউনিটি ক্লাবের বিষয়ে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘আমরা উত্তরার ডিসির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছি। পরে এ বিষয়ে জানানো হবে।’

পরীমনির অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে—তদন্তে এগুলো আমলে নেওয়া হবে কি না, এ বিষয়ে এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘যেহেতু মামলাটি চলমান, এ ক্ষেত্রে সবকিছু জিজ্ঞাসাবাদের আওতায় আসবে। তদন্তে বারবার জিজ্ঞাসাবাদ হবে। জিজ্ঞাসাবাদ করে তদন্ত শেষে বিষয়গুলো পাওয়া যাবে।’

ইসলামিক বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ ঢাকা থেকে চারজন ‘নিখোঁজ’। এ বিষয়ে ডিবি কী পদক্ষেপ নিচ্ছে—এমন প্রশ্নের জবাবে এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘চারজন ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছে না, এটা আমরা জেনেছি। আমরা বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলছি। একটা জিডি হয়েছে রংপুরে। রংপুর থেকে কাজ করছে। আমরাও কাজ করছি। একই সঙ্গে কয়েকটি ঘটনা, একটু সময় লাগতে পারে।’

অপরাধী শনাক্তে সিসিটিভি ক্যামেরা উন্নয়ন হচ্ছে না কেন, এ বিষয়ে এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘ঢাকা শহরে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ চলছে। প্রযুক্তিগত বিষয়গুলো আধুনিক ও আন্তর্জাতিক মানের করা হচ্ছে।’

ছিনতাই চক্রের পাঁচজন আটক

তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গতকাল বুধবার সন্ধ্যায় ছিনতাই চক্রের পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, তাঁদের কাছ থেকে একটি গাড়ি জব্দ করা হয়েছে। উত্তরার কোলাটুলি এলাকায় গাড়িতে করে দুজন ছিনতাইকারী একজনকে গাড়িতে তোলেন। তাঁরা ওই যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেবেন বলে জানান। পরে ওই যাত্রীর ফোনে বিকাশে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে ওই যাত্রীকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যান। ছিনতাই চক্রের পাঁচজন যাত্রীবেশে বিভিন্নজনকে গাড়িতে তুলে অর্থ ও সম্পদ ছিনিয়ে নিতেন বলে জানিয়েছে ডিবি।