গণহত্যা দিবসে জল্লাদখানা বধ্যভূমিতে সেক্টর কমান্ডারস ফোরামের কর্মসূচি

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে শুক্রবার মানববন্ধন করে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১
ছবি: সংগৃহীত

জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন এবং গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চেয়ে মানববন্ধন করেছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১।

শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরের জল্লাদখানা বধ্যভূমিতে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, ফোরামের নেতারা ও স্কুলশিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে অংশ নিয়ে ফোরামের মহাসচিব মুক্তিযোদ্ধা ও লেখক হারুন হাবীব দেশের সব অঞ্চলের বধ্যভূমিতে গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্বালন করার আহ্বান জানান।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের লায়লা হাসান, ম হমিদ, মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ আলী সিকদার ও মির্জা মুজিবর রহমান।