গরুর দুধ খেয়ে বড় হচ্ছে ছাগলটি

ছাগলছানাকে গরুর দুধ খাওয়াচ্ছেন বাসশ্রমিক আবদুর রহমান।
ছবি: জাহিদুল করিম

লকডাউনের মধ্যে গাবতলী বাসস্ট্যান্ডে ছাগলটি দুটি শাবকের জন্ম দিয়েছে। মা ছাগলটি একটিকে দুধ দিলেও অন্যটিকে দিতে চায় না। এ অবস্থার মধ্যে বাসস্ট্যান্ডে বসবাস করা শ্রমিকেরা সেই শাবককে গরুর দুধ খাইয়ে বড় করছেন।
আজ রোববার বিকেল পাঁচটার দিকে সরেজমিনে দেখা যায়, আবদুর রহমান নামের বাস মেকানিক শাবকটিকে গরুর দুধের সঙ্গে পানি মিশিয়ে ফিডারে করে খাওয়াচ্ছেন।

তিনি জানান, মা ছাগলটি দুধ না দেওয়ার কারণে তিনি প্রায়ই এটিকে দুধ খাইয়ে থাকেন। বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, এমন আরও ছাগলছানা দৌড়াদৌড়ি করছে। ছাগল ছাড়াও কুকুরের বিচরণও চোখে পড়ে। কুকুরগুলোও আছে খাদ্যসংকটে। বাসস্ট্যান্ডে একটি খাবারের উচ্ছিষ্ট নিয়ে দুটি কুকুর কাড়াকাড়ি করছিল। এ সময় বাচ্চা একটি কুকুরও দখলের চেষ্টা করছিল।

খাবার নিয়ে কুকুরের কাড়াকাড়ি
ছবি: জাহিদুল করিম

লকডাউনে দূরপাল্লার বাস চলছে না। বাসসংশ্লিষ্ট বিভিন্ন শ্রমিক তাই কর্মহীন হয়ে পড়েছেন। স্বাভাবিক সময়ের মতো মানুষের পদচারণ তাই নেই এখানে। যাত্রীদের আনাগোনা নেই, হকারদের নেই দৌরাত্ম্য। বাসস্ট্যান্ড এলাকা রীতিমতো নীরব।

স্থবির গাবতলী বাসস্ট্যান্ড
ছবি: জাহিদুল করিম
দুধ খাওয়ানোর চেষ্টা করছেন আবদুর রহমান
ছবি: জাহিদুল করিম

করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে গত ৫ এপ্রিল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এরপর থেকে বাসস্ট্যান্ডের ভেতরে সারবেঁধে বাসগুলো দাঁড়িয়ে আছে। আর বাসসংশ্লিষ্ট কিছু শ্রমিক এখানে বসবাস করছেন। কুকুর, ছাগলগুলো শ্রমিকদের দেওয়া খাবারে কোনোরকমে বেঁচে আছে।