গান-কবিতা–আলোচনায় কামাল লোহানীকে স্মরণ

মৃত্যুবার্ষিকীতে কামাল লোহানীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম
ছবি: প্রথম আলো

উদীচীর সাবেক সভাপতি, ভাষাসংগ্রামী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর তোপখানায় উদীচী চত্বরে গানে গানে কামাল লোহানীকে শ্রদ্ধা জানান শিল্পীরা। এ সময় আয়োজিত স্মৃতিচারণা অনুষ্ঠানে বক্তারা বলেন, মৃত্যুবার্ষিকীতে শুধু তাঁকে স্মরণ নয়। কামাল লোহানীর অসমাপ্ত কাজ সম্পন্ন করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন।

উদীচীর সহসভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় স্মৃতিচারণা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, ‘কামাল লোহানী একজন বিপ্লবী ছিলেন। বিপ্লবকে তাঁর মন ও জীবন থেকে কখনোই সরিয়ে রাখা যায়নি। আমরা যখনই কোনো আলোচনার সূত্রপাত করতাম, সেটি গিয়ে থামত—চলুন আমরা আবার একত্র হই। তিনি সব সময় চাইতেন সব মতাদর্শের কমিউনিস্টরা একত্র হয়ে দেশকে এগিয়ে নিক। বছর বছর শুধু স্মরণ না করে তাঁকে যেন আমরা হৃদয়ে ধারণ করতে পারি এবং সবাইকে নিয়ে একত্র হওয়ার স্বপ্ন যেন পূরণ করতে পারি।’

মাহমুদ সেলিম বলেন, ‘কামাল লোহানী জীবনের মার্ক্সবাদের দীক্ষাকে কখনো হাতছাড়া করেননি। এমনকি পৃথিবীর কমিউনিস্ট আন্দোলনের বিভাজন তিনি মেনে নেননি। বামপন্থীদের একত্র করার যে স্বপ্ন কামাল লোহানী দেখেছিলেন, সেটা পূরণ করার চেষ্টা যেন আমরা চালিয়ে যাই।’
উদীচীর সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আবু সাঈদ খান, মোস্তাক হোসেন, কামাল লোহানীর সন্তান সাগর লোহানী, উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি প্রবীর সরদার, জামসেদ আনোয়ার তপন, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সহসাধারণ সম্পাদক ইকবালুল হক খান প্রমুখ।

বক্তারা বলেন, একজন রাজনীতিবিদ ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে কামাল লোহানী আজীবন দেশের মানুষকে অসাম্প্রদায়িক, সমাজতান্ত্রিক, মৌলবাদমুক্ত সমাজ গঠনের সংগ্রামে সক্রিয় থাকার অনুপ্রেরণা জুগিয়েছেন। মৃত্যুবার্ষিকীতে শুধু তাঁকে স্মরণ নয়, তাঁর দেখানো পথে তাঁর অসমাপ্ত কাজ সম্পন্ন করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন।

সভার শেষে গানে-কবিতায় কামাল লোহানীর প্রতি শ্রদ্ধা জানান উদীচীর শিল্পীরা। এ সময় ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ এবং ‘মানুষ হ, মানুষ হ’ গানের পর অস্থায়ী বেদিতে রাখা কামাল লোহানীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করে উদীচী কেন্দ্রীয় সংসদ, ঢাকা মহানগর সংসদ, সিপিবি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটিসহ বিভিন্ন সংগঠনের নেতারা। ২৬ জুন কামাল লোহানীর জন্মদিন। এ উপলক্ষে ২৫ জুন ছায়ানটে শিশুদের হাতেখড়ি অনুষ্ঠান থাকবে।