ছুরিকাঘাতে আহত শুভর মৃত্যু, গ্রেপ্তার ১

রাজধানীর মিরপুরের লালকুঠি দ্বিতীয় কলোনিতে ছুরিকাঘাতে আহত বৈদ্যুতিক মিস্ত্রি মো. শুভ (২২) বৃহস্পতিবার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় জড়িত অভিযোগে রিংকু নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।


পুলিশ জানায়, শুভ সপরিবার লালকুঠি দ্বিতীয় কলোনিতে থাকতেন। গত ১৫ সেপ্টেম্বর শুভ তার পরিচিত রিংকুকে সাভারে বেড়াতে নিয়ে যেতে চান। ওই দিন রিংকুর জন্মদিন থাকায় তিনি যেতে রাজি হননি। এরপরও শুভ রিংকুকে তার সঙ্গে নিয়ে যেতে চাপ দেওয়ায় রিংকুর অন্য সঙ্গীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে রিংকু ও তার সঙ্গীরা শুভকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে গ্রিন রোডের বেসরকারি গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার দুপুরে মারা যান শুভ।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, শুভ আহত হওয়ার পর হামলাকারী রিংকুসহ কয়েকজনের বিরুদ্ধে দারুসসালাম থানায় হত্যা চেষ্টার মামলা করা হয়েছিল। এখন সেই মামলা হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। এই ঘটনায় রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে।