২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের সন্তানদের সংবর্ধনা ও বৃত্তি দিয়েছে সংগঠনটি।
বুধবার বিকেলে ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি শিক্ষার্থীদের হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন।
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ২০ জন ও এইচএসসিতে ১৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বৃত্তি হিসেবে এসএসসি উত্তীর্ণদের আড়াই হাজার টাকা করে ও এইচএসসিতে উত্তীর্ণদের তিন হাজার টাকা করে দেওয়া হয়েছে।
ডিআরইউ সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রেজাউল হোসেন।
ডিআরইউর কল্যাণ সম্পাদক কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম। এ সময় সংগঠনের বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত ছিলেন।