ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় (আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) মৃত্যুর এ ঘটনা ঘটে। এ নিয়ে এ বছর এই রোগে মোট ৪৮ জনের মৃত্যু হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় আরও ৩৩০ জন রোগী ভর্তি হয়েছে। এই সময়ে হাসপাতালগুলোতে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকায় ২৮৪ জন ও ঢাকার বাইরে ৪৬ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা ১ হাজার ২৬২। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালের ১ হাজার ১৩১ জন।
এই সময়ে সব মিলিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ১০ হাজার ৯৮১ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সেপ্টেম্বরের প্রথম দুই দিনেই (বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) আক্রান্তের সংখ্যা ৬২৫ জন, মৃত্যু হয়েছে ৩ জনের। আর আগস্টে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬৯৮ জন, মৃত্যু হয়েছে ৩৩ জনের। জুলাইয়ে মৃত্যু হয়েছে ১২ জনের ও আক্রান্ত ২ হাজার ২৮৬ জন।
কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, সেপ্টেম্বরেই ডেঙ্গুতে সর্বোচ্চসংখ্যক ব্যক্তি আক্রান্ত হয়।