ঢাকায় বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার ২৪১
করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারের দেওয়া বিধিনিষেধ লঙ্ঘনে অভিযোগে রোববার রাজধানীতে ২৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি সূত্র জানায়, ২৪১ জনকে গ্রেপ্তারের পাশাপাশি রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ৮৪ জনকে ৩৭ হাজার ৪৫০ টাকা জরিমানা করেন। পাশাপাশি ডিএমপির ট্রাফিক বিভাগ ৩৬১ গাড়িকে ১২ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ কমাতে ১ থেকে ৭ জুলাই কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। পরে তা ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। ঈদুল আজহার কারণে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়। এরপর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোরতম বিধিনিষেধ আরোপ করে সরকার। পরে কঠোর বিধিনিষেধ বাড়ানো হয় ১০ আগস্ট পর্যন্ত।
এদিকে দেশে করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১০ হাজার ২৯৯ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।