ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে আইডিয়ালের ছাত্রদের বিক্ষোভ

ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে আইডিয়ালের ছাত্রদের বিক্ষোভ
ছবি: প্রথম আলো

ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে একাত্মতা জানিয়ে বিক্ষোভ করেছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের একটি অংশ। ঢাকা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও শিক্ষকদের সঙ্গে আলোচনার পর তারা চলে যায়।

আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে মিছিল নিয়ে ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে যান আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী৷ মিছিলে ‘ঢাকা কলেজ ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস ফর ঢাকা কলেজ’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়৷

ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বলেন, ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীরা ও আইনশৃঙ্খলা বাহিনী যে আচরণ করেছে, তা কোনোভাবেই কাম্য নয়৷ সাধারণ শিক্ষার্থী হিসেবে তীব্র নিন্দা জানানোর জন্যই এসেছেন তাঁরা। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করেন। শিক্ষার্থীদের বলেন, ‘কোনো ধরনের আঘাত এলে আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করব।’

এরপর প্রধান ফটকের সামনে থেকে মিছিল নিয়ে ঢাকা কলেজের প্রশাসনিক ভবনের সামনে যান আইডিয়ালের শিক্ষার্থীরা৷ ক্যাম্পাসে থাকা ঢাকা কলেজের শিক্ষকেরা এ সময় শিক্ষার্থীদের শহীদ আ ন ম নজিব উদ্দিন খান খুররম মিলনায়তনে নিয়ে যান। সেখান তাঁদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন শিক্ষকেরা৷ ঢাকা কলেজের শিক্ষকেরা আইডিয়ালের শিক্ষার্থীদের জানান, সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক আছে এবং ছাত্রদের অনুকূলে আছে৷ শিক্ষকদের কথায় আশ্বস্ত হয়ে তাঁরা ঢাকা কলেজ থেকে চলে যান।