তরুণকে হত্যার দায়ে প্রেমিকার বাবাসহ তিনজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

১১ বছর আগে রাজধানীতে শহিদুল ইসলাম নামের এক তরুণকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই তরুণ তখন রাজধানীর একটি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিল।

ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ ফাতেমা ইমেরাজ ক্ষণিকা আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) দেলোয়ার হোসেন।

দণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন এস এম হিরন খান, আমির হোসেন ও জাকির হোসেন। রায় ঘোষণার পর তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

এপিপি দেলোয়ার হোসেন বলেন, যাবজ্জীবন দণ্ড পাওয়া এস এম হিরন খানের মেয়ের সঙ্গে শহিদুল ইসলামের প্রেমের সম্পর্ক ছিল। তবে এই সম্পর্ক স্বাভাবিকভাবে নেননি হিরন খান। ২০১০ সালের ২৯ মে শহিদুলকে কুপিয়ে জখম করেন আসামিরা। পরে শহিদুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় শহীদুলের বাবা বাদী হয়ে খিলক্ষেত থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় হিরন খানসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। রাষ্ট্রপক্ষ থেকে ১৭ জন সাক্ষীকে আদালতে হাজির করে পুলিশ। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।