দেশের মঙ্গলে নিজেকে বদলে ফেলার আহ্বান

দেশের মঙ্গল করতে নিজেকে বদলে ফেলা এবং চারপাশটা বদলে দেওয়ার আন্দোলনে প্রথম আলোর সঙ্গী হওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা ইমপেরিয়াল কলেজ। একই সঙ্গে পত্রিকাটির ‘বদলে যাও বদলে দাও’ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার কলেজের বন্ধুসভা আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে প্রথম আলো পরিবারকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় কলেজের অধ্যক্ষ মাহফুজুল হক বলেন, ভবিষ্যতে আরও বেশি জনহিতকর কাজে প্রথম আলো নিজেদের যুক্ত করার পাশাপাশি দেশের মানুষকে সম্পৃক্ত করতে উদ্যোগ নেবে। অনুষ্ঠানে বন্ধুসভার বিভাগীয় সম্পাদক সাইদুজ্জামান রওশন, কলেজের শিক্ষক অনীল চন্দ্র নাথ, সেলিনা জেসমিন, শামীম আহসান, অনিরুদ্ধ ঘোষ প্রমুখ বক্তৃতা করেন। দ্বিতীয় পর্বে কলেজের সাংস্কৃতিক ক্লাব নন্দন কাননের শিল্পীরা গান, নাচ ও আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রথম আলো-গ্রামীণফোনের প্রকাশনা একাত্তরের চিঠি পড়ে শোনানো হয়। বিজ্ঞপ্তি।সংশোধনী: প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত শিক্ষাবিষয়ক ক্রোড়পত্রে এমপিও ফেরত দেওয়া কলেজগুলোর মধ্যে ঢাকা ইমপেরিয়াল কলেজের নাম উল্লেখ করা হয়নি। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ২০০৬ সালে কলেজটি এমপিও ফেরত দেয়।