দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাসদের মিছিল–সমাবেশ
চাল, ডাল, লবণ, তেল, চিনি, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
জাসদের ঢাকা মহানগর সমন্বয় কমিটির উদ্যোগে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আজ বুধবার সকালে সমাবেশ হয়। পরে বঙ্গবন্ধু অ্যাভিনিউ, তোপখানা রোড ও পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করে দলটি।
জাসদের কোষাধ্যক্ষ মনির হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক নুরুল আখতার। এ সময় আরও বক্তব্য দেন জাসদ ঢাকা মহানগরের সমন্বয়ক ও জাসদ সহসভাপতি মীর হোসাইন আক্তার, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও জাসদ সহসভাপতি সফি উদ্দিন মোল্লা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, মো. মোহসীন, জাসদ যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ ছাত্র লীগ (হা-ন) সভাপতি আহসান হাবিব শামীম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের অস্বাভাবিক ও অযৌক্তিক মূল্যবৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। ‘বাজার সিন্ডিকেটের’ কারসাজির কারণেই নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণহীন হয়েছে। তাদের দাপট দেখে মনে হয় সরকার ও প্রশাসন সিন্ডিকেটের কাছে অসহায়। সিন্ডিকেটের প্রভাব নিয়ন্ত্রণ করার পাশাপাশি টিসিবির উদ্যোগে নিত্যপণ্যের বিক্রি বাড়াতে হবে। নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।